ইউক্রেনে শান্তি বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের সদস্যদের আহ্বানকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
2022-05-07 18:28:04

মে ৭: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনে শান্তি বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের আহ্বানকে স্বাগত জানিয়েছেন।

মহাসচিব বলেন, বন্দুকের গুলি বন্ধ করা এবং জাতিসংঘ সনদের মূল্যবোধ রক্ষায় বিশ্বকে একত্রিত হতে হবে।

এদিন নিরাপত্তা পরিষদের প্রকাশিত এক বিবৃতিতে  ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদ অনুযায়ী, জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করার দায়িত্ব রয়েছে। নিরাপত্তা পরিষদ শান্তিপূর্ণ সমাধানের জন্য গুতেরহিসের প্রচেষ্টাকে ‘জোরালোভাবে সমর্থন জানায়’।

গত ২৬ থেকে ২৮ এপ্রিল রাশিয়া ও ইউক্রেন সফর করেন মহাসচিব। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠক করেন। তিনি দু’দেশের সংলাপ ও আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের কাজ এগিয়ে নিয়েছেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)