মার্কিন শিশুদের অজানা ইটিওলজির ‘তীব্র হেপাটাইটিসে’ আক্রান্ত ১০৯টি রোগী পাওয়া গেছে
2022-05-07 16:09:27

মে ৭: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র গতকাল (শুক্রবার) জানায় যে, মার্কিন শিশুদের অজানা ইটিওলজির তীব্র হেপাটাইটিসের আক্রান্ত মোট ১০৯টি রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৫জন রোগী মারাও গেছে। সংস্থাটি এসব শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত এর সঙ্গে কোভিড-১৯ রোগ বা কোভিড ১৯ রোগের টিকা নেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায় নি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, অজানা ইটিওলজির শৈশব হেপাটাইটিসের এসব ঘটনা যুক্তরাষ্ট্রের ২৫টি রাজ্য বা অঞ্চল থেকে এসেছে। এসব অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়, ১৪ শতাংশ রোগীর লিভার প্রতিস্থাপন করা হয়েছে এবং অর্ধেকেরও বেশি রোগীর অ্যাডেনোভাইরাসের সংক্রমণ ছিল।

 

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিশুদের মধ্যে গুরুতর হেপাটাইটিস খুব বিরল। কেন্দ্র ও বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ ঘটনা তদন্ত করছে। এই রোগের কারণ বা এসব রোগের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। এসব রোগীর মধ্যে ভাইরাল হেপাটাইটিসের সাধারণ কারণ পাওয়া যায়নি।

সম্প্রতি বিশ্বের অনেক দেশে অজানা ইটিওলজির ‘শৈশব হেপাটাইটিস কেস’ রিপোর্ট করা হয়েছে। পহেলা মে পর্যন্ত ২০টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অজানা ইটিওলজির ‘শৈশব হেপাটাইটিসের’ কমপক্ষে ২২৮টি কেস রিপোর্ট করেছে।

লিলি/তৌহিদ/শুয়ে