ইউক্রেন নিয়ে এই প্রথম নিরাপত্তা পরিষদের সবাই একমত হলো: জাতিসংঘ মহাসচিব
2022-05-07 10:49:00

মে ৭: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা পরিষদের সকল সদস্য প্রথমবারের মতো একই কণ্ঠে ইউক্রেনে শান্তির কথা বলেছে; এটা আশার কথা।

তিনি বলেন, বিশ্বকে ঐক্যবদ্ধ করে বন্দুক ঠেকাতে হবে ও জাতিসংঘ সনদের চেতনা রক্ষা করতে হবে; জীবন বাঁচাতে হবে ও শান্তির পথ অন্বেষণ করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার নিরাপত্তা পরিষদে গৃহীত এক প্রস্তাবে ইউক্রেনে শান্তি ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি, মহাসচিব কর্তৃক সমস্যার শান্তিপূর্ণ সমাধান অন্বেষণের প্রচেষ্টাকে সমর্থন জানানো হয়। গত ২৪ই ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ শুরু পর এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনসংশ্লিষ্ট কোনো বিবৃতি গৃহীত হলো। (প্রেমা/আলিম/ছাই)