৫০জন বেসামরিক মানুষ ইউক্রেনের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে সরে গেছে
2022-05-07 18:31:56

মে ৭: ইউক্রেনের মারিওপোলে অবরুদ্ধ আজভস্তাল ইস্পাত কারখানা থেকে ৫০জন সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১টি শিশু রয়েছে। গতকাল (শুক্রবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায় যে, সরিয়ে নেওয়া সাধারণ মানুষকে জাতিসংঘ ও রেড ক্রস সোসাইটির আন্তর্জাতিক কমশিনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে অস্থায়ী আবাসিক এলাকায় নেওয়া হবে। এই কারখানা থেকে সরিয়ে নেওয়ার কাজ শনিবার পর্যন্ত চলবে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ৫০জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে এদিন ইস্পাত কারখানা থেকে সরানো হয়েছে। এ ছাড়া ইউক্রেন ও রাশিয়া এদিন আবারও বন্দী বিনিময় করেছে। ইউক্রেনের মুক্তি পাওয়া লোকদের মধ্যে ২৮জন সেনা এবং ১৩জন নিরীহ মানুষ আছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)