জাপানের সংবিধান সংশোধনের অপচেষ্টা বন্ধ করা উচিত: সিএমজি সম্পাদকীয়
2022-05-07 19:59:47

মে ৭: চলতি বছর হলো জাপানের শান্তিপূর্ণ সংবিধান কার্যকর হওয়ার ৭৫তম বার্ষিকী। তবে কিছু জাপানি রাজনীতিকের আচরণ প্রমাণ করেছে যে, তারা শান্তি থেকে দূরে সরে যাচ্ছে। তারা বার বার হুমকি সৃষ্টি করছে এবং শান্তিপূর্ণ সংবিধানের আওতার বাইরে যেতে চাচ্ছে। এই অপচেষ্টা বন্ধ করা উচিত বলে উল্লেখ করেছে সিএমজি সম্পাদকীয়।

৭৫ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান নতুন সংবিধান প্রণয়ন করেছিল। এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, জাপান চিরদিনের মতো যুদ্ধ, সশস্ত্র হুমকি অথবা বল প্রয়োগ করে আন্তর্জাতিক সংঘর্ষের পদ্ধতি ছেড়ে দেবে। এজন্য জাপান স্থল, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য যুদ্ধের শক্তি রাখবে না। দেশটি যুদ্ধ করার অধিকারের স্বীকৃতিও দেবে না। তাই জাপানের নতুন সংবিধানকে শান্তিপূর্ণ সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিপূর্ণ নীতির কারণে জাপান এশিয়ার বিভিন্ন দেশের আস্থা অর্জন করে। এভাবে দেশটির অর্থনীতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়।

তবে ২০০৭ সালে আবে সরকার সংবিধান সংশোধনের প্রথম পদক্ষেপ নেয়। বর্তমান প্রধানমন্ত্রীও বার বার এই বিষয়টি উল্লেখ করেছেন। বর্তমান রুশ-ইউক্রেন সংঘর্ষের কারণে জাপানের রাজনৈতিক দলগুলো সংবিধান সংশোধনের নতুন অজুহাত খুঁজে পেয়েছে।

বিভিন্ন দেশ লক্ষ্য করেছে যে, আসলে এশিয়ার বিভিন্ন দেশ জাপানের দাবির প্রতি স্বীকৃতি দেয়নি। এতে প্রমাণিত হয় যে, এশিয়ার দেশগুলো শান্তি রক্ষা করতে চায়। জাপান সরকারের উচিত অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়া।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)