পিকিং বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী’ উদযাপন
2022-05-07 18:44:54

 

মে ৭: পিকিং বিশ্ববিদ্যালয়ে কবিগুরু ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী’ উদযাপন করা হয়েছে। কবির জন্মদিন উদযাপন এবং চীন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বিনিময় উন্নয়নের লক্ষ্যে আজ (শনিবার) ‘বসন্ত’ ইয়োগা-কবিতা দল সেমিনার আয়োজন করে।
পিকিং বিশ্ববিদ্যালয়ের ইয়োগা দল, ‘ইয়োগা’, ‘ঠাকুরের রচনাগুলির পরিচিতি’, ‘প্রাচ্য সাহিত্যের বিশেষ গবেষণা’ কোর্স এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ আর্টসের ইয়োগা দল যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। ঠাকুর নাট্য গবেষণা বিষয়ক বিশেষজ্ঞ, পিকিং বিশ্ববিদ্যালয়ের ‘বসন্ত’ ইয়োগা-কবিতা-নৃত্যনাট্যের প্রধান সৃজনশীল দল এবং ইয়োগা সংস্কৃতি গবেষণা-বিষয়ক বিশেষজ্ঞরা অনলাইন ও অফলাইনে মতবিনিময় করেছেন।

অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা কলেজের অধ্যাপক ওয়েই লি মিং এবং ‘ঠাকুরের সম্পূর্ণ কাজ’-এর প্রধান উপ-সম্পাদক শি চিংউ বক্তব্য দেন। চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ‘ঠাকুরের সম্পূর্ণ কাজ’-এর প্রধান উপ-সম্পাদক ইয়ু কুয়াং ইউয়ে বাংলা ভাষায় ‘বসন্তের’ একটি পর্ব আবৃত্তি করেন। অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বসন্ত’ কবিতা নিয়ে আলোচনা করেছেন।


(জিনিয়া/তৌহিদ/শুয়েই)