চীনের ডিজিটাল উন্নয়নকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
2022-05-06 18:35:13

মে ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, কোনো ক্ষেত্রে নিজের আধিপত্য এবং একচেটিয়া নিয়ন্ত্রণ রক্ষায় যুক্তরাষ্ট্র নীতি মেনে চলে না। তাই তারা দায়িত্বহীনভাবে চীনের ইন্টারনেট ও ডিজিটাল উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

 

জানা গেছে, সম্প্রতি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের উপসচিব বলেছেন, চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি কৌশলগত প্রতিপক্ষ।  আর তার হ্যাকারদের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, মার্কিন সরকারি কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে অবাস্তব মন্তব্য করেছেন। চীন তার তীব্র বিরোধিতা করে।

 

চাও লি চিয়ান বলেন, চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র ইন্টারনেটকে বিছিন্ন করছে এবং কিছু দেশ নিয়ে কথিত ইন্টারনেট ভবিষ্যত ঘোষণা প্রকাশ করেছে। বহুপক্ষবাদ ও জাতিসংঘের প্ল্যাটফর্ম পরিত্যাগ করে ছোট উপদল তৈরি করে বহুপাক্ষিক নিয়ম প্রতিস্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। (শিশির/এনাম/রুবি)