মুখে না করলেও বাস্তবে চীনের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র
2022-05-06 19:41:03


মে ৬: গত বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের এক অধিবেশনে বলেছিলেন, যুক্তরাষ্ট্র নতুন স্নায়ুযুদ্ধ চায় না। তবে, একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এখন নিয়মতান্ত্রিকভাবে চীনের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চালাচ্ছে। 

               

 বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে তার আগের প্রশাসনের চীন-বিষয়ক নীতিমালাকে আকড়ে ধরে রেখেছে। তা হচ্ছে চীনের সাথে বিচ্ছিন্নতা, চাপ প্রয়োগ, এবং অপবাদ দেয়ার কৌশল। 


এছাড়া, যুক্তরাষ্ট্র তার মিত্রদেশসমূহের সাথে একযোগে চীনের বিরুদ্ধে আক্রমণ চালানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র অনেক বার বলেছে যে, চীনের সাথে তারা স্নায়ুযুদ্ধ চায় না, তবে বাস্তবে তারা ভিন্ন কিছু করছে। 


জনৈক মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতিমালায় স্ববিরোধিতা রয়েছে। আর এটি হচ্ছে যুক্তরাষ্টের বড় সমস্যা। 


(আকাশ/এনাম/রুবি)