মহামারিতে চীনের ৩১ হাজার প্রতিষ্ঠান কর ফেরত পেয়েছে
2022-05-06 20:31:30

মে ৬: একটি প্রতিষ্ঠানের আর্থিক বিলে দেখা যায়, ২০২১ সালে এ প্রতিষ্ঠানকে ২৮.২ লাখ ইউয়ান কর ফেরত দেওয়া হয়েছে। গবেষণায় ব্যবহৃত এর ৫০ লাখ ইউয়ান অর্থ করমুক্ত ঘোষণা করা হয়েছে এবং তাদের ২ লাখ ইউয়ান কর পরে জমার সুযোগ দেয়া হয়েছে।

 

হুয়া ইউয়ান নামক এ কোম্পানি ২০১৪ সালে গঠিত হয়েছে। এ কোম্পানি ঐতিহ্যিক পণ্য উত্পাদন করে। তবে পণ্য উত্পাদনের  নৈপুণ্য বিশ্বের সেরা। মহামারির কারণে কোম্পানিটির রপ্তানির পরিমাণ অনেক কমেছে। তাই তাদের চাপ কমিয়ে আনার জন্য চীন সরকার কর আদায়ের ক্ষেত্রে নানা সুবিধা দিচ্ছে।  ২০২১ সালে সারা চীনে ৩১ হাজার প্রতিষ্ঠানকে ১৩,২২০ কোটি ইউয়ান কর ফেরত দিয়েছে সরকার। (রুই/এনাম/শিশির)