গতিশীল শুন্য নীতি মানে শহরজুড়ে স্থিতি ব্যবস্থাপনা নয়
2022-05-06 18:29:28

মে ৬:  আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার এক সাংবাদিক সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা লিয়াং ওয়ান নিয়ান বলেন, গতিশীল শুন্য নীতি মানে শহরজুড়ে স্থিতি ব্যবস্থাপনা নয়, বরং এমন ব্যবস্থাপনাকে এড়ানোই হল এ নীতির উদ্দেশ্য।

 

বর্তমানে ওমিক্রন  ভেরিয়েন্টের বৈশিষ্ট্য অনুযায়ী, দ্রুত, সিদ্ধান্তমূলক এবং পুঙ্খানুপুঙ্খানো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। সেসঙ্গে সুনির্দিষ্ট প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে হবে।

 

প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, এবং স্বাভাবিক উৎপাদন ও জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে।

 

মহামারির শুরুর দিকে যদি ট্রান্সমিশন চেইন পরিষ্কার এবং ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য হয়, তাহলে শহরজুড়ে স্থিতি ব্যবস্থাপনার দরকার নেই। যখন ব্যাপক হারে কমিউনিটি ট্রান্সমিশন হয়, তখন ট্রান্সমিশন চেইন অস্পষ্ট থাকে এবং প্রাদুর্ভাবের ঝুঁকি বেশি হয়। মহামারীর বৈশিষ্ট্য, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষমতা, আর্থ-সামাজিক অবস্থা এবং জনসংখ্যাগত বৈশিষ্ট্য অনুযায়ী শহরজুড়ে স্থিতি ব্যবস্থাপনা করবে কি-না, তখন তা বিবেচনা করতে হবে। (শিশির/এনাম/রুবি)