জার্মান ও ইউক্রেনের প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ
2022-05-06 15:37:58


মে ৬: গতকাল (বৃহস্পতিবার) জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন।

এদিন জার্মান ফেডারেল প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুই প্রেসিডেন্টের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তাঁরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপের ফলে দু’পক্ষের মধ্যে বিদ্যমান ‘অতীতের অসন্তোষ দূর হয়েছে’।

একই দিন জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, স্টেইনমেয়ারের সাথে তাঁর ‘ভাল, গঠনমূলক ও খুবই গুরুত্বপূর্ণ’ কথোপকথন হয়েছে। তিনি ইউক্রেনকে সমর্থন দেওয়ার জার্মান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, জার্মান মিডিয়া প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জেলেনস্কি স্টেইনমায়ার এবং জার্মান চ্যান্সেলর শোলজকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, স্টেইনমায়ার চলতি বছরের এপ্রিলে অন্যান্য ইউরোপীয় নেতার সাথে ইউক্রেন সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তার অতীতের রুশপন্থি অবস্থানের কারণে ইউক্রেন তাকে তখন স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়।

 (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)