ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে যোগ দেবে না বেলারুশ: লুকাশেঙ্কো
2022-05-06 15:23:46

মে ৬: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল (বৃহস্পতিবার) তথ্যমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে যোগ দেবে না তাঁর দেশ।

 

তিনি বলেন, বেলারুশ কোন যুদ্ধে অংশগ্রহণ করবে না। শান্তির জন্য রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু করাসহ সব প্রচেষ্টা চালিয়েছে বেলারুশ।

 

তিনি মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর বিরুদ্ধে বিশ্বব্যাপী সংঘর্ষ চালাতে চান না। পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাও অগ্রহণযোগ্য।

 

বেলারুশের পাশে বাল্টিক সাগরের দেশগুলো ও পোল্যান্ডে ন্যাটোর সামরিক মহড়ার জবাবে গত ৪ মে বেলারুশের সশস্ত্র বাহিনী যুদ্ধ-প্রস্তুতি প্রদর্শন করেছে।

 

কয়েক বছর আগে বেলারুশের পাশে ন্যাটোর সৈন্য সংখ্যা মাত্র ৩,০০০ ছিল। আর এখন তা ৩২ হাজারে দাঁড়িয়েছে। ফলে বেলারুশের  আশেপাশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে। (শিশির/এনাম/রুবি)