রাষ্ট্রীয় পরিষদের সভায় সভাপতিত্ব করলেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
2022-05-06 15:40:10


মে ৬: গতকাল (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের এক সভায় সভাপতিত্ব করেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। এতে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যক্তি-উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের উদ্দেশ্য, বাজারের স্থিতিশীলতা বজায় রাখা ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

সভায় বলা হয়, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যক্তি-উদ্যোক্তারা অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি এবং কর্মসংস্থানের মূল উত্স। এদের সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রীয় পরিষদের নির্দেশনা সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে।

বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঝামেলা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা দিতেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)