চীনে জিরো-কোভিড নীতি গতিশীল করতে প্রেসিডেন্ট সি’র নির্দেশনা
2022-05-06 16:59:12

মে ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ একটা সংকটময় অবস্থায় রয়েছে। এ জন্য জিরো-কোভিড নীতিকে গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

 

 

প্রেসিডেন্ট সি বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করার সময় এ নির্দেশনা দেন। বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।

 

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর চীন তা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় সাফল্য দেখিয়েছে। জনগণকে অগ্রাধিকার দিয়ে কার্যকর জিরো-কোভিড নীতি গ্রহণ করে, বাইরের এবং অভ্যন্তরীণ কোভিড সংক্রমণ প্রতিরোধ করে চীন এ সাফল্য পায়।

 

বিবৃতিতে আরও বলা হয়, উহানে করোনা-যুদ্ধে জয়ী হবার পর চলতি বছর মার্চ থেকে চীন পুনরায় সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েছে। তবে তথ্য-উপাত্ত প্রমাণ করে যে চীনের কোভিড প্রতিরোধ ও নিয়ন্ত্রণ উদ্যোগ ছিল বিজ্ঞানসম্মত ও কার্যকর।

পরীক্ষিত মহামারি নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে চীন সাংহাইয়ে কোভিড-বিরোধী যুদ্ধেও জয়লাভ করবে। বুধবার পর্যন্ত সাংহাইয়ে ৯ হাজার নিউক্লিক এসিড টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে এবং এগুলোর মধ্যে সাড়ে ৪ হাজার কাজ শুরু করেছে। বাঁকিগুলোও প্রয়োজনে সময়মতো কাজ শুরু করবে।



হাশিম/অভি।

তথ্য ও ছবি: সিনহুয়া, চায়না ডেইলি, সিজিটিএন।