‘রুশ-ইউক্রেন সংঘর্ষে সবচেয়ে লাভবান যুক্তরাষ্ট্র’
2022-05-06 20:16:40


মে ৬: মার্কিন সরকার রুশ-ইউক্রেন সংঘর্ষে ‘আগুনে তেল নিক্ষেপ’ অব্যাহত রেখেছে। সেসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সামরিক  শিল্পপ্রতিষ্ঠানের শেয়ার মূল্য হু হু করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের এহেন আচরন আন্তর্জাতিক সমাজে ব্যাপক প্রশ্ন ও অসন্তোষের জন্ম দিয়েছে। পিপল’স ডেইলির এক লেখায় সম্প্রতি এসব বলা হয়। 


মার্কিন সরকার সম্প্রতি ধারাবাহিকভাবে ইউক্রেনকে সহায়তা দেয়ার ব্যবস্থা প্রকাশ করেছে। আন্তর্জাতিক জনমত মনে করে, মার্কিন সরকারের এহেন আচরনের লক্ষ্য হচ্ছে রুশ-ইউক্রেন সংঘর্ষ দীর্ঘায়িত করে নিজের স্বার্থ হাসিল করা। 


নিউইয়র্ক টাইমসের সংবাদে বলা হয়, রুশ-ইউক্রন সংঘর্ষ শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ১৭ হাজার স্ট্রিনজার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদান করেছে।  


স্পেনের এক আন্তর্জাতিক সংকট বিশেষজ্ঞ জানান, রুশ-ইউক্রেন সংঘর্ষে সবচেয়ে লাভবান দেশ যুক্তরাষ্ট্র। (আকাশ/এনাম/রুবি)