যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অপপ্রচারের শিকার চীন: চাও লি চিয়ান
2022-05-05 19:38:13


মে ৫: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের ভুয়া তথ্যের শিকার চীন। 


তিনি বলেন, তথাকথিত ‘গণহত্যা’ থেকে ‘উহান ভাইরাস’ পর্যন্ত যুক্তরাষ্ট্র নানা বিষয়ে চীনকে অপবাদ দেয়ার চেষ্টা করেছে। 


ইউক্রেন সম্পর্কে তিনি বলেন, রুশ-ইউক্রেন সংঘর্ষ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ভুয়া তথ্যের ভিত্তিতে চালানো আক্রমণ কখনো বন্ধ করেনি। এক সময় মার্কিন কর্মকর্তারা জানান যে, “চীন সংঘর্ষের আগে সংশ্লিষ্ট তথ্য জানতো” এবং “চীনকে অস্ত্র সহায়তা প্রদান করার অনুরোধ করে রাশিয়া”। তবে তাদের এসব ভুয়া তথ্য বাস্তবতার সামনে টিকতে পারেনি। 


চাও লি চিয়ান বলেন, মার্কিন সরকারের উচিত আন্তর্জাতিক সমাজের সাথে একযোগে ইউক্রেন সংকটের রাজনৈতিক উপায়ে সমাধানকে এগিয়ে নেয়া। 


(আকাশ/এনাম/রুবি)