জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের ফোনালাপ
2022-05-05 11:21:24

মে ৫: গতকাল (বুধবার) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সাথে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় ইউক্রেনের মারিউপোলের ইস্পাত কারখানার বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মহাসচিবের সাহায্য চান জেলেনস্কি।

জাতিসংঘ মহাসচিবের ইতোপূর্বের সকল প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জেলেনস্কি বলেন, আজভ ইস্পাত কারখানা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে ১২১ জন বেসামরিক লোক কারখানা ত্যাগ করেছে। এখন সেখান থেকে আহতদের যত দ্রুত সম্ভব সরিয়ে নিতে মহাসচিবের সাহায্য দরকার।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজভ স্টিল কারখানার চারপাশে স্থানীয় সময় ৫ থেকে ৭ মে পর্যন্ত নিরাপদ করিডোর উন্মুক্ত থাকবে। এ করিডোর দিয়ে কারখানা থেকে বেসামরিক লোকজন নিরাপদ স্থানে চলে যেতে পারবে। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)