আবারও উপগ্রহ উতক্ষেপণ করলো চীন
2022-05-05 15:11:58

মে ৫:  আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩৮ মিনিটে চীন তার থাই ইউয়ান উপগ্রহ উতক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ-২ রকেটের মাধ্যমে সাফল্যের সঙ্গে চি লিন উপগ্রহ উতক্ষেপণ করেছে।

 

তার সঙ্গে আরো ৮টি সহায়ক উপগ্রহ উতক্ষেপণ করা হয়েছে। মূল উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

 

জানা গেছে, উপগ্রহটি ভূখণ্ডের সম্পদ, খনিজ উন্নয়ন, স্মার্ট সিটিসহ নানা শিল্পকে ডেটা সেবা প্রদান করবে।

 

(রুবি/এনাম/শিশির)