চীনারা মে দিবস কাটালো যেভাবে
2022-05-05 19:28:05

মে ৫: চীনে সবেমাত্র শেষ হয়েছে মে দিবসের ছুটি। পাঁচ দিনের এ জাতীয় ছুটিতে মহামারি নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণ ভালোভাবেই ছুটি কাটিয়েছেন।

 

গত এপ্রিল মাসের শেষ দিক থেকে চীনের বিভিন্ন স্থানে কুপনসহ নানা ব্যবস্থার রমরমা ব্যবসা দেখা গেছে। এর মধ্যে দক্ষিণ চীনের শেনজেন শহরে গ্রাহকদের কাছে ৫০ কোটি ইউয়ান মূল্যের কুপন বিতরণ করা হয়েছে। এছাড়া, নানা স্থানে ইন্টারনেটেও কেনাকাটা দিবস আয়োজিত হয়েছে।

 

গ্রামাঞ্চলের ভোগ বাজারে চলতি বছরের মে দিবসে প্রাণশক্তি দেখা দিয়েছে।  পরিসংখ্যান থেকে জানা গেছে, গত কয়েক দিনের ছুটিতে কফি জাতিয় পানীয়, স্ন্যাক্স এবং স্মার্ট ইলেকট্রনিক পণ্য বিক্রির পরিমাণ গ্রামাঞ্চলের বাজারে অনেক বৃদ্ধি পেয়েছে। এসময় আম, লিচু ও চেরিসহ নানা কৃষিপণ্যের বিক্রির পরিমাণও অনেক বেড়েছে।

 

(রুবি/এনাম/শিশির)