চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার অভিযোগ ‘দ্বৈত নীতি’র বহিঃপ্রকাশ: চাও লি চিয়ান
2022-05-05 19:36:52


মে ৫: আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রলয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চীনের বিরুদ্ধে আনিত অভিযোগ একেবারে  দ্বৈত নীতির বহিঃপ্রকাশ। 


উল্লেখ্য, সম্প্রতি সলোমন আইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দেশ চীনের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। তার কারণ হচ্ছে সলোমন আইল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, তাতে সমস্যা রয়েছে। 


এ সম্পর্কে চাও লি চিয়ান বলেন, সলোমন আইল্যান্ডের প্রধানমন্ত্রী ভাল বলেছেন। তার বক্তব্যে প্রশান্ত মহাসাগরীয়  দেশগুলোর মনের কথা প্রকাশ পেয়েছে। 


চীনা মুখপাত্র বলেন,  অন্য দেশের মধ্যকার স্বাভাবিক সহযোগিতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সত্যিকারার্থে সলোমন আইল্যান্ডের জনগণের জন্য কিছু কাজ করা উচিত। 

(আকাশ/এনাম/রুবি)