ওইসিডি অঞ্চলে মার্চে মুদ্রাস্ফীতি ছিল ৮.৮ শতাংশ
2022-05-05 19:33:54


মে ৫: অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এপ্রিল মাসে প্রকাশিত তথ্য অনুসারে, জ্বালানির দাম বাড়ার কারণে সংস্থাটির সংশ্লিষ্ট অঞ্চলে মুদ্রাস্ফীতিও বেড়েছে। 


মার্চ মাসে সেখানে মুদ্রাস্ফীতির হার ৮.৮ শতাংশে পৌঁছায়। তা ১৯৮৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। 


এসময় অঞ্চলটির জ্বালানির দাম গত বছরের একই সময়ের চেয়ে ৩৩.৭ শতাংশ বেশি ছিল। তা ১৯৮০ সালের মে মাসের পর সর্বোচ্চ। 


প্যারিস-ভিত্তিক এ সংস্থা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, বৃটেন, জার্মানি, ফ্রান্স, জাপান, ও দক্ষিণ কোরিয়াসহ মোট ৩৮টি সদস্য রয়েছে সংস্থাটির।  


(আকাশ/এনাম/রুবি)