মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২২.৩ শতাংশ
2022-05-05 16:28:30

মে ৫: মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (বুধবার) প্রকাশিত উপাত্ত অনুযায়ী, আমদানিকৃত পণ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধির কারণে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পণ্য ও পরিষেবা বাণিজ্যের ঘাটতি তার আগের মাসের তুলনায় রেকর্ড ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০,৯৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ।

 

উপাত্ত অনুযায়ী, মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পণ্য ও পরিষেবা আমদানি ও রপ্তানির পরিমাণ ফেব্রুয়ারি মাসের চেয়ে যথাক্রমে ১০.৩ শতাংশ  ও ৫.৬ শতাংশ বেশি ছিল।

 

বিশ্লেষকরা মনে করেন, করোনা মহামারি এখনও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং বৈশ্বিক বাণিজ্যে দেখা দিয়েছে সরবরাহ চেইন সমস্যা। তাই অল্প সময়ে মার্কিন বাণিজ্য ঘাটতি বৃদ্ধির প্রবণতা পরিবর্তন হবে না এবং দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার আরো কিছুকাল ধরে ব্যাহত হবে। (শিশির/এনাম/রুবি)