অধিকাংশ মার্কিনী দেশের অর্থনীতি নিয়ে হতাশ: জরিপ
2022-05-05 19:34:54


মে ৫: মার্কিন তথ্যমাধ্যম গতকাল (বুধবার) একটি জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। তাতে বলা হয়, মার্কিনীরা নিজ দেশের অর্থনীতিকে গত ১০ বছরে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বলে মত দিয়েছেন।


অধিকাংশ মার্কিনী মনে করেন, বাইডেন প্রশাসনের নীতি অর্থনীতির জন্য ক্ষতিকর এবং সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের নীতি খুব বেশি কার্যকর নয়। 


জরিপে অংশগ্রহণকারী ২৩ শতাংশ মার্কিনী মনে করেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা সুষ্ঠু রয়েছে, তা গত বছরের ডিসেম্বরের ৩৭ শতাংশের চেয়ে কম। এটি ২০১১ সালের নভেম্বরের পর সবচেয়ে খারাপ ফল। 


তেল ও খাবারে দাম হু হু করে বাড়ছে। ফলে ৬৩ শতাংশ অংশগ্রহণকারী তাদের খরচ কমাতে হবে বলে জানান। আর ৫৪ শতাংশ মানুষ তাদের গাড়ি পরিচালনা কমিয়ে দিয়েছেন। 


জনমত জরিপে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি সমর্থনের হার হচ্ছে ৪১ শতাংশ, আর বিরোধিতার হার হচ্ছে ৫৯ শতাংশ।

 

(আকাশ/এনাম/রুবি)