সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা মার্কিন ফেডের
2022-05-05 11:01:05


মে ৫: গতকাল (বুধবার) সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। ২০০০ সালের পর এটাই ফেডের সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।  

এদিকে, ফেডের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা-- ফেডারেল ওপেন মার্কেট কমিটি এদিন দু’দিনব্যাপী মুদ্রানীতি সম্মেলন শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, উচ্চ মুদ্রাস্ফীতি থেকে এটা স্পষ্ট যে, কোভিড-১৯ মহামারীর ফলে সরবরাহের ভারসাম্যহীনতা ও জ্বালানি সম্পদের দাম বৃদ্ধির মতো ফ্যাক্টরের নেতিবাচক প্রভাব পড়েছে। রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ফ্যাক্টরও মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য দায়ী। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)