সময়মতো ঋণ পরিশোধ করলো রাশিয়া
2022-05-04 16:42:36

মে ৪: খেলাপি হওয়া থেকে রক্ষা পেতে মার্কিন ডলারে সর্বশেষ একটি ঋণ পরিশোধ করেছে রাশিয়া। বিবিসি আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে।

 

রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের পর শুরুতে যুক্তরাষ্ট্র দেশটিতে গচ্ছিত রাখা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করেছে এবং রাশিয়ার ঋণ পরিশোধ এবং তেল-গ্যাস বাণিজ্য ছাড়া অধিকাংশ বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

পরে রাশিয়াকে আরও চাপে ফেলতে গত ৪ এপ্রিল থেকে মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ার নিজস্ব মুদ্রা দিয়ে ঋণ পরিশোধ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ফলে একটি মার্কিন ব্যাংক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পরিশোধিত ৬৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে পারছে না।

 

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন ডলারেই তার সার্বভৌম ঋণ পরিশোধ করলো রাশিয়া।  

 

 

(রুবি/এনাম/শিশির)