বৃহত্তম চাঁদা দাতাকে জাতিসংঘে তার আর্থিক দায়িত্ব পালনের আহ্বান চীনের
2022-05-04 18:50:45

মে ৪: জাতিসংঘে চীনা স্থায়ী উপপ্রতিনিধি তাই বিং গতকাল (মঙ্গলবার) বৃহত্তম চাঁদা দাতা দেশের প্রতি জাতিসংঘে তার আর্থিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন,  সাম্প্রতিক বছরগুলোতে বৃহত্তম চাঁদা দাতা দেশটি নিজের আর্থিক দায়িত্ব পালন করেনি, যা অন্য দেশের জন্য সমতাসম্পন্ন নয়।  

 

তিনি বলেন, জাতিসংঘ সনদের চেতনা সংস্কার করা উচিত। সদস্য দেশগুলোকে প্রাধান্য দিয়ে সার্বিকভাবে বাজেটের কার্যকারিতা উন্নয়ন করা প্রয়োজন। জাতিসংঘের উচিত অংশীদারিত্বের সম্পর্ককে উন্নয়ন এবং শান্তিপূর্ণ অর্থসংগ্রহের পথ উন্মোচন করা।

 

তাই বিং আরও বলেন, অর্থ জাতিসংঘের কাজের ভিত্তি ও স্তম্ভ। চীন বরাবরই জাতিসংঘের পাঁচটি কমিটির প্রতি বাস্তবতার

 

আলোকে বৈজ্ঞানিকভাবে শান্তি রক্ষার বাজেট অনুমোদন করে। শান্তি রক্ষার বাজেট অনেক বড়। এর ব্যবহার ও তত্ত্বাবধানে সবসময় চীন তার অভিমত প্রদান করে।

 

 (রুবি/এনাম/শিশির)