ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী ঢাকা
2022-05-02 17:16:59

ঢাকা, মে ২: মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন নির্বিঘ্ন করতে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর ঈদের জামাতসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীতে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জাতীয় ঈদগাহ মাঠে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।  ডিএমপি কমিশনার বলেন, নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ব্যতীত অন্যকিছু সঙ্গে আনতে পারবেন না।

গতকাল রোববার জাতীয় ঈদগাহ ময়দানে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ।

নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ও মসজিদ মিলে ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি মসজিদ এবং ঈদগাহে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, রাজধানীর ৫০টা থানায় অতিরিক্ত ফোর্স দেয়া হয়েছে, ২ হাজার ৫০০ ফোর্স প্রতি রাত্রে ডিউটি করবে। প্রতি থানা থেকে ১০টা করে মোট ৫০০টি মোবাইল টিম মোতায়েন থাকবে। ঢাকা শহরকে বিভিন্ন জোনে ভাগ করে পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট থাকবে। 

তিনি বলেন,‘ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটর করা হবে ‘

হাশিম/শান্তা