ঈদ জামাতে জঙ্গি হামলার আশংকা নেই: ডিএমপি কমিশনার
2022-05-01 19:46:19

ঢাকা, মে ১: বাংলাদেশের রাজধানীতে ঈদের জামাতে সার্বিক নিরাপত্তার জন্য ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনতে বলেছেন ঢাকার পুলিশ কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম। 

রোববার সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে পুলিশ কমিশনার জানান ঢাকায় মসজিদসহ মোট ১ হাজার ৪৬৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতেই পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোন আশংকা নেই বলেও নিশ্চিত করেন ডিএমপি কমিশনার। 

গত দুই বছর করোনা মহামারীর কারণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়নি। এ বার সেখানে ৩৫ হাজার মানুষের জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এদিকে, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনও রোববার জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেন। 

ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হয়েছে বলে জানান র‌্যাব মহাপরিচালক। 

শান্তা/ হাশিম