মহান মে দিবস আজ: ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি
2022-05-01 19:40:19

ঢাকা, মে ১: ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’- এ প্রতিপাদ্যে বিশ্বে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন রাজধানীতে সমাবেশ, লাল পতাকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের রেশনিং, জীবনযাপনের উপযোগী মজুরি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করার দাবি জানানো হয়। এ ছাড়াও, সকল সেক্টরে শ্রমিক-কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং চালু; দুর্ঘটনায় হতাহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ; আইএলও কনভেনশন ১৮৯ ও ১৯০ অনুসমর্থন বাস্তবায়ন; গৃহকর্মীদের শ্রমিক হিসেবে আইনি মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে এদিন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) সম্মিলিতভাবে মানববন্ধন করে। 

হাশিম/শান্তা