বাংলাদেশে ট্রেন ও লঞ্চে স্বচ্ছন্দ ঈদযাত্রা
2022-04-30 19:18:46


ঢাকা, এপ্রিল ৩০: বাংলাদেশে ঈদযাত্রায় সড়ক পথে ভোগান্তি হলেও ট্রেন ও লঞ্চে স্বচ্ছন্দে গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। 

আজ শনিবারও রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশ ক’টি ট্রেন। বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় নেই এখন পর্যন্ত। প্রতিটি ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ঈদ উপলক্ষে চালু হওয়া স্পেশাল ট্রেনগুলোও নির্ধারিত সময়ে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে। 

এদিকে, এবার ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে নেই যাত্রীদের বাড়তি ভিড়। লঞ্চ পূর্ণ না হওয়ায় গতকাল কয়েকটি লঞ্চ ছেড়ে যায়নি। আগে অধিকাংশ লঞ্চে যাত্রী পরিপূর্ণ হয়ে গেলে দিনের বেলায়ই ছেড়ে যেতো। এখন এলাকাভিত্তিক লঞ্চগুলো ছেড়ে গেলেও যাত্রী সংকটের কারণে বড় লঞ্চগুলো ছাড়া সম্ভব হচ্ছে না।

যাত্রী সঙ্কটে হতাশ লঞ্চ মালিকরা। ঈদের দীর্ঘ ছুটি হওয়ায় যাত্রীর চাপ কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে গার্মেন্টস ছুটি হলে সন্ধ্যা থেকে যাত্রীর চাপ বাড়তে পারে বলে আশা করছেন তারা। 

হাশিম/শান্তা