বাংলাদেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
2022-04-29 19:13:29

ঢাকা, এপ্রিল ২৯: বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আরও ৪টি বিভাগে শিগগিরই দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।

অন্যদিকে দেশের অনেক জায়গায় দাবদাহ চলমান রয়েছে বলেও আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়। গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অভি/ সাজিদ