শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক
2022-04-28 19:21:10

ঢাকা, এপ্রিল ২৮: আসছে পবিত্র ঈদুল ফিতরের আগে ২৯ ও ৩০ এপ্রিল অর্থাৎ শুক্র ও শনিবার তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ দুই দিন লেনদেন করা যাবে দুপুর ১টা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে এ নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

সার্কুলারে জানানো হয়েছে ২৯ এপ্রিল লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ১২.৩০টা পর্যন্ত। আর ৩০ এপ্রিল ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

অভি/ সাজিদ