দুই ডোজ টিকা পেল বাংলাদেশের দেড় কোটি শিক্ষার্থী
2022-04-28 19:22:08

ঢাকা, এপ্রিল ২৮: বাংলাদেশে এ পর্যন্ত ২ ডোজ টিকা পেয়েছেন প্রায় এক কোটি ৫৯ লাখ শিক্ষার্থী। ১২ থেকে ১৭ বছর বয়সী এসব শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৭৩ লাখ শিক্ষার্থী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৭৯৭ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৬০৩ জন মানুষ।

এছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৯০ জন।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৩৬০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন।

অভি/সাজিদ