জলবায়ু-অভিবাসন সম্পর্ক নিয়ে সমর্থন আরো জোরদারে আইওএম’র প্রতি বাংলাদেশের আহবান
2022-04-27 20:06:47

ঢাকা, এপ্রিল ২৭: জলবায়ু অভিবাসন সম্পর্ক নিয়ে সমর্থন আরো জোরদারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে উদ্বাস্তু পরিস্থিতি মোকাবেলায় উপায় খুঁজে বের করা।

বাংলাদেশে নবনিযুক্ত আইওএম’র মিশন প্রধান আবদুসাত্তার এসোয়েভ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে তার পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্রমন্ত্রী এই আহবান জানান। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এসোয়েভ ভাষানচরে আইওএম-এর আসন্ন কাজসহ অন্যান্য বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জাতিসংঘের সংস্থা হিসেবে আইওএমকে আরো শক্তিশালী করার সমর্থনে বাংলাদেশকে তার প্রভাব বিস্তারকারী কণ্ঠস্বর সমুন্নত রাখার অনুরোধ জানান।

ড. মোমেন সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি থেকে পালিয়ে আসা বাংলাদেশী নাগরিকদের প্রত্যাবাসনে আইওএম-এর সমর্থনকে স্মরণ করেন এবং ধন্যবাদ জানান।

হাশিম/শান্তা