২৩ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজ ঘোষণা এডিবি’র, সুবিধা পাবে বাংলাদেশও
2022-04-26 19:45:30

ঢাকা, এপ্রিল ২৬: এশীয় উন্নয়ন ব্যাংকের –এডিবির ঋণ প্যাকেজ ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৩ বিলিয়ন মার্কিন ডলার। করোনা সংকট মোকাবিলা ও সবুজ অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সে বছর ২২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের এই ঋণের প্যাকেজ ঘোষণা করে সংস্থাটি।

মঙ্গলবার এডিবি’র প্রধান কার্যালয়ে প্রকাশ করা বার্ষিক প্রতিবেদন-২০২১-এ প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে এডিবি জানায়, করোনা মোকাবিলা ও সবুজ অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ২২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়। এই ঋণ বাংলাদেশসহ এডিবির সদস্যভুক্ত দেশগুলো ব্যবহার করতে পারবে।

এডিবির ৬৮টি সদস্য দেশের মধ্যে ৪৮টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। প্রতি ডলার ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ১ লাখ ৯৬ হাজার ৮০ কোটি টাকা।

মিম/সাজিদ