তৃতীয় লিঙ্গের মানুষেরা পরিবারেই থাকবে: ঘর উপহার দিয়ে বললেন শেখ হাসিনা
2022-04-26 19:44:21

ঢাকা, এপ্রিল ২৬: তৃতীয় লিঙ্গের কেউ ভবিষ্যতে পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না বলে নির্দেশনা দিয়েছেন  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন পরিবারের একজন হিসেবেই সে জীবনযাপন করবে।

আজ মঙ্গলবার গণভবন থেকে দেশের চারটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

চারটি স্থান হলো: ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার অধীনে খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প। বরগুনার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্পে ৩২৯টি গৃহ আজ হস্তান্তর করা হয়েছে। যার মধ্যে ঘর পেয়েছেন তৃতীয় লিঙ্গের ২২ জন।

তৃতীয় লিঙ্গের হয়ে কেউ জন্ম নিলে সে পরিবারের সম্পদের অংশও পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মেও বলা আছে, সে সম্পদের অংশ পাবে। এ নির্দেশনা শুধু বরগুনার জন্য নয়, সারাদেশের সবার জন্যই প্রযোজ্য বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মুজিব বর্ষের কর্মসূচির অংশ হিসেবে এই দফায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসিত করেছে। তিনি আরো বলেন, যারা ঘর পেয়েছে, তাদের মুখের হাসি তিনি খুব পছন্দ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এবং আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান গনভবন প্রান্তে উপস্থিত ছিলেন।

হাশিম/শান্তা