প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ৩২,৯০৪ গৃহহীন পরিবার পাচ্ছে বাড়ি
2022-04-25 19:56:14

ঢাকা, এপ্রিল ২৫:  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ-উপহার হিসেবে আগামীকাল মঙ্গলবার ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব (পিএমও) মো. তোফাজ্জেল হোসেন মিয়া রোববার পিএমওতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার খেজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবেন।

তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, আশ্রয়ণ-২-এর তৃতীয় ধাপে বাড়িগুলোকে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল করতে সরকার অর্থ বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার টাকা থেকে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করেছে। পরিবর্তন আনা হয়েছে নকশায়। এখন ভূমিহীন ও গৃহহীনরা দুই দশমিক দুই শতাংশ জমিসহ উন্নত মানের আবাস পাবেন।

হাশিম/শান্তা