বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ফ্রেমওয়ার্ক ডকুমেন্ট স্বাক্ষর
2022-04-25 20:00:31

ঢাকা, এপ্রিল ২৫: টেকসই ও পরিবেশ-বান্ধব প্রকল্পে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও ডেনমার্ক একটি ফ্রেমওয়ার্ক ডকুমেন্ট স্বাক্ষর করেছে।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এটি স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী ফ্লেমিং মোলার মোটেনসেন। এ সময় উপস্থিত ছিলেন সফররত ডেনিশ রাজকুমারী মেরি এলিজাবেথ।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রেমওয়ার্ক ডকুমেন্টটি দুদেশের সহযোগিতার নীতিগত সম্মতিপত্র। পরবর্তীতে দুদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থা কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করবে।

এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশের ক্ষতি, জীববৈচিত্র্য  রক্ষা এবং টেকসই উন্নয়ন এজেন্ডা নিয়ে কাজ করবে। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব কৌশল ও ডেনমার্কের উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয় ঘটবে।

হাশিম/শান্তা