টিকা নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান স্বাস্থ্যমন্ত্রীর
2022-04-25 19:58:22

ঢাকা, এপ্রিল,২৫ :  বাংলাদেশে টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  সরকারের ইমেজ নষ্ট করার জন্য টিআইবি এই প্রতিবেদন দিয়েছে বলে মনে করেন তিনি। 

 

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি টিকা নিয়ে দেওয়া টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।  এ সময় করোনা প্রতিরোধী টিকা কিনতে সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।

 

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিআইবির যে রিপোর্ট এসেছে সেখানে কিছু ভুল তথ্য রয়েছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

 

মন্ত্রী বলেন, আমরা এটি গ্রহণ করলাম না। কারণ ভুলভ্রান্তি থাকলে তো আমরা গ্রহণ করতে পারি না। সেজন্য এটা আমরা প্রত্যাখ্যান করি।

 

মিম/শান্তা