বাংলাদেশে টিকেট বিড়ম্বনায় পড়ছেন ঘরমুখো মানুষ
2022-04-24 18:35:16

 

ঢাকা, এপ্রিল ২৪: আসছে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে এরমধ্যেই বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকে। আর বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন লাখো মানুষ। বাস, ট্রেন ও লঞ্চের আগাম টিকেট বিক্রি শুরুর আগের দিনই প্রচণ্ড ভিড় দেখা গেছে রাজধানীর বাস, রেলওয়ে স্টেশন, এবং লঞ্চ ঘাটে।

 

রেলের টিকেট কাউন্টারের সামনে দীর্ঘ সারি তৈরি হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকেট সংগ্রহ করতে পারছেন না অনেকে। এ নিয়ে গণমাধ্যমে ক্ষোভ জানান তারা। এদিকে অনলাইনেও টিকেট কাটতে গিয়ে হয়রানির অভিযোগ করেছেন যাত্রীরা। অন্যদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বাসের টিকেট না পেয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। টিকেট কাটতে গিয়ে বিড়ম্বনার অভিযোগ করেছেন লঞ্চের যাত্রীরাও।

 

তানজিদ/শান্তা