বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
2022-04-22 18:08:00

ঢাকা, এপ্রিল ২২: বাংলাদেশের ১১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা। শুক্রবার সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়।

পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে ভিড় করতে থাকেন পরীক্ষার্থীরা। অনেকে যানজটের ভয়ে অনেক আগেই আসেন কেন্দ্রে।

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২০মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। তিন ধাপে অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সকল ধাপে নির্ধারিত দিনে সকাল বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এদিকে পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশ্ন ফাঁসের যে খবর ছড়িয়ে পড়ে তাকে গুজব বলে দাবি করেছেন দেশটির প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।  

সাজিদ/রহমান