‘প্রতিবছর টিকা নেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়’
2022-04-22 18:09:13

ঢাকা, এপ্রিল ২২: প্রতিবছর করোনা মোকাবিলায় জনসাধারণকে টিকা নিতে হবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার রাজধানীর তিতুমীর কলেজে বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি হয় তার কাজ চলছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ব্যাপারে এখনও কিছু বলেনি। তবে দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছর সরকারি-বেসরকারি বিডিএস ভর্তি পরীক্ষায় সারা দেশের ২৬টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৯০৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। মোট ১ হাজার ৯৫০ টি আসনের মধ্যে প্রতি আসনের জন্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। পরীক্ষা প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে বলে জানান তিনি।

সাজিদ/ রহমান