তৃণমূল ও গ্রামভিত্তিক উন্নয়নে নজর দিয়েছে বাংলাদেশ
2022-04-21 18:35:52

ঢাকা, এপ্রিল ২১: বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল ও গ্রামভিত্তিক উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের অর্থনীতি কৃষিভিত্তিক উল্লেখ করে সরকার প্রধান বলেন, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাত করতে পারলে তা বিদেশে রপ্তানি করা যাবে। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, একইসঙ্গে সম্প্রসারিত হবে রপ্তানিমুখী বাজার।

দেশব্যাপী পরিবেশবান্ধব শিল্পের প্রসার ঘটানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই প্রতিটি শিল্প, কল-কারখানা নির্মাণ যেন পরিবেশবান্ধব হয়, সেদিকে নজর দেয়া হচ্ছে।

এ সময় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দেওয়ায় চীন ও জাপানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

অভি / সাজিদ