ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: রাস্তায় নেমেছে সাত কলেজের শিক্ষার্থীরাও
2022-04-20 18:21:10

ঢাকা, এপ্রিল ২০: বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবার মাঠে নেমেছে সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

 

বুধবার সকালে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা ৩দফা দাবি জানান। অন্যতম দাবি হলো- শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা।

 

শিক্ষার্থীরা জানান, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং একইসঙ্গে আহত সকল শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।

 

মানববন্ধন থেকে বলা হয়, ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিয়েছেন পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদ। গুলি শেষ হয়ে যাওয়ায় এক সদস্যকে চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমের খবরেও তা প্রকাশ পেয়েছে। তাই এডিসি হারুনের প্রত্যাহারও দাবি করেছেন শিক্ষার্থীরা।

 

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, এডিসি হারুনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, একই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতির নেতারা বলেন, মঙ্গলবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্সে হামলার যে ঘটনা ঘটেছিল তাতে নিউমার্কেটের কেউ জড়িত ছিল না। সেখানে তৃতীয় পক্ষ হামলা চালিয়েছে বলে দাবি করেন তারা। 

 

অভি/শান্তা