তারেক-জোবায়দার মামলা বাতিলে রুল শুনানি পেছাল
2022-04-20 18:17:48

ঢাকা, এপ্রিল ২০: বাংলাদেশে সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবায়দা রহমানের রিট মামলার রুল শুনানির দিন পিছিয়ে আগামী ২৯ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

 

তারেক-জোবায়দার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি  নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এদিন ধার্য করেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে প্রায় ৫ কোটি টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়। 

 

মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

 

অভি/শান্তা