দুগ্ধ উৎপাদনে ১শ’ সমবায় সমিতি গঠনে ১৫৭ কোটি টাকার প্রকল্প
2022-04-19 17:51:10

ঢাকা, এপ্রিল ১৯: বাংলাদেশে দুগ্ধ উৎপাদন কম এমন ৫০ উপজেলায় ১শ’টি সমবায় সমিতি গঠন করে দুধের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য হাতে নেওয়া হয়েছে ১৫৭ কোটি টাকার প্রকল্প।

পুষ্টির যোগানসহ প্রকল্পের আওতায় এসব দুগ্ধ সমবায়ের মাধ্যমে স্থায়ী সম্পদ সৃষ্টির পরিকল্পনা করেছে সরকার।

এ জন্য ‘দুগ্ধের ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। যা মঙ্গলবার অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি –একনেক সভায় উপস্থাপন করা হতে পারে বলে স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য শরীফা খান।

প্রকল্পের আওতায় ৩৭ জেলার নির্বাচিত ৫০ উপজেলোয় গঠিত সমবায়ের সদস্যদের মাঝে ১০ হাজার ৬০০টি উন্নত জাতের গাভী বিতরণ করা ও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মিম/ সাজিদ