শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে
2022-04-19 17:53:30

ঢাকা, এপ্রিল ১৯: ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের চলমান সংষর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে এ সংঘাত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ বেশ জটিল পর্যায়ে চলে গেছে। সব দিক মিলিয়ে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

এরইমধ্যে ঢাকা কলেজের শিক্ষক ও নিউমার্কেট পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শ্রমিক ও ব্যবসায়ীদের মার্কেটের ভেতরে ঢুকিয়ে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে। অন্যদিকে পুলিশের সহায়তায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে সোমবার রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটের একটি দোকানে গেলে বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের দোকান থেকে বের করে দেয়া হলে রাতেই সংঘর্ষের সূত্রপাত হয়।

এরই জেরধরে সকাল ১০টার পর আবারো সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুপুর পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ষ। এখন পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভি/ সাজিদ