সুনামগঞ্জে ডুবছে একের পর এক হাওর, ফসলের ব্যাপক ক্ষতি
2022-04-18 15:47:18

ঢাকা, এপ্রিল ১৮: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জে পাহাড়ী ঢল ও বৃষ্টিতে বাঁধ ভেঙ্গে ডুবছে একের পর এক হাওর। ফলে পানিতে তলিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন কৃষক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রোববার সকালে বাঁধ ভেঙ্গে তাহিরপুর উপজেলার গুরমার হাওরে পানি ঢুকে পড়ে। অন্যান্য হাওরগুলোতে আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন কৃষক। স্থানীয়দের পাশাপাশি হাওর রক্ষা বাঁধ ভাঙ্গনের হাত থেকে রক্ষার কাজে যোগ দিয়েছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

হাওর পাড়ের বাসিন্দা ও জনপ্রতিনিধিদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, গুরমার হাওরে ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার কয়েক হাজার কৃষকের ৬ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। অন্যদিকে দিরাই উপজেলার হুরামন্দির হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ৩ হাজারের বেশি হেক্টর জমির আধা পাকা ধান।

তবে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি কর্মকর্তাদের দাবি, দুই হাওরের অর্ধেক ধান এরইমধ্যে কাটা হয়েছে। ফলে কমেছে ক্ষতির পরিমাণ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা