নগ্নতা ও র‌্যাগ ডের নামে অপসংস্কৃতি বন্ধের নির্দেশ হাইকোর্টের
2022-04-17 18:46:09

 

ঢাকা, এপ্রিল ১৭: বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডের নামে বুলিং, নগ্নতা, অপসংস্কৃতি ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

 

 হাইকোর্ট বলেন, যেভাবে র‌্যাগ ডে পালন হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। কিছু বিশৃঙ্খল শিক্ষার্থী অপসংস্কৃতির চর্চা করছে উল্লেখ করে বিব্রতবোধ করেন আদালত।

 

এ বিষয়ে শিক্ষা সচিব, তথ্যসচিব, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

এর আগে গত ৭ এপ্রিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে ডিজে পার্টি, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান।

 

ঐশী/শান্তা