হাওরের ফসল রক্ষায় কাজ চলছে কৃষিমন্ত্রী
2022-04-16 18:10:15

ঢাকা, এপ্রিল ১৬: বাংলাদেশের হাওরে বোরো ধানের ঝুঁকি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে পর্যাপ্ত ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টার ও রিপার প্রদানে গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দেশের কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

 

শনিবার সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধ ও বোরো ধানখেত পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।  এসময় মন্ত্রী বলেন, আগামী বোরো পর্যন্ত ফসলহারা কৃষকদের সার-বীজ দিয়ে পুনর্বাসন করবে সরকার। কৃষকরা যেন ক্ষুধায় কষ্ট না করেন, এ জন্য ভিজিএফ সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

 

ভবিষ্যতে যাতে বাঁধগুলো রক্ষা করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শুধু বাঁধ দিয়ে ফসল রক্ষা হবে না। এ জন্য নদীর পানি ধারণক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

 

ঐশী/শান্তা